এবিএনএ : সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আজ রোববার দুপুরে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রাফিজুল ইসলাম তাদের সাক্ষ্যগ্রহণ করেন। এ মামলায় যাদের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে তারা হলেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু ও সাংবাদিক ইয়ারব হোসেন।
এর আগে এ মালার বাদী মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোসলেমউদ্দিনসহ তিনজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ার হিজলদির এক মুক্তিযোদ্ধার স্ত্রী ধর্ষিত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হন। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাতক্ষীরায় এসে তাকে দেখে তার সফরসঙ্গীদের নিয়ে যশোর বিমানবন্দরে ফিরে যাচ্ছিলেন। এ সময় কলারোয়ায় পৌঁছালে তার গাড়িবহরে হামলা চালানো হয়। হামলায় আওয়ামী লীগ সভানেত্রী অক্ষত থাকলেও তার সফরসঙ্গীরা আহত হন। এ সময় তাদের গাড়িও ভাংচুর করা হয়।
এ মামলায় তৎকালীন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোসলেমউদ্দিন। এ মামলায় কয়েকজন পলাতক রয়েছেন। বাকিরা কেউ কেউ জামিনে অথবা জেলে আটক রয়েছেন। সাতক্ষীরা জজ কোর্টের পিপি এড. ওসমান গণি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। ইতিমধ্যে বাদী মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোসলেমউদ্দিনসহ ছয়জন সাক্ষ্য দিয়েছেন।
Share this content: