
এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলতি ভারত সফরকে অভিনন্দন জানিয়ে নিউ ইয়র্কে বিজয় র্যালি করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। স্থানীয় সময় শনিবার রাতে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ বিজয় র্যালির পর প্রবাসীদের মিষ্টিমুখ করানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান র্যালি পরবর্তী সমাবেশে বলেন, “ভারত বাংলাদেশের সম্পর্ক এখন অনন্য উচ্চতায়। নিকট প্রতিবেশী দেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক অটুট থাকার অর্থ হচ্ছে সমগ্র জনগোষ্ঠির উন্নয়ন ত্বরান্বিত হওয়া।”
তিনি আরও বলেন, “২৫ বছরের মৈত্রী চুক্তিকে এক সময় বিএনপি বলেছিল যে, সেটা গোলামীর চুক্তি। কিন্তু তারা ক্ষমতায় গিয়ে সেই চুক্তি বাতিল করেনি। বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন ভারতপ্রীতি, আর যখন ক্ষমতার বাইরে তখন ভারতভীতি। বাংলাদেশের সামগ্রিক স্বার্থে ভারতের সাথে সম্পাদিত সমঝোতা-স্মারকের অপব্যাখ্যা ঘটিয়ে বিএনপির নেতারা নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করছেন।”
সিদ্দিকুর রহমান বলেন, “বঙ্গবন্ধু গঙ্গার পানি এনেছিলেন। কিন্তু বিএনপি আমলে সেটা বাতিল হয়ে যায়। দীর্ঘদিন পর গঙ্গার পানির ন্যায্য হিস্যা শেখ হাসিনার নেতৃত্বেই আদায় হয়েছে। আজ হোক, কাল হোক- তিস্তার পানি আদায় করার ক্ষেত্রেও প্রধানমন্ত্রী শেখা হাসিনা সফল হবেন।”
“প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই আমরা গঙ্গার পানির ন্যায্য হিস্যা, পার্বত্য শান্তিচুক্তি, সীমান্তচুক্তি বাস্তবায়ন, ভারতের সঙ্গে বিদ্যমান সমস্যার সমাধান হয়েছে।” বলে উল্লেখ করেন তিনি।
তাৎক্ষণিক এ বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদুল হাসান, সহ-সভাপতি সৈয়দ বসারত আলী ও শামসুদ্দিন আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন ও নির্বাহী সদস্য শাহানারা রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী, মহিলা আওয়ামী লীগ নেত্রী মমতাজ শাহানা ও সবিতা দাস, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারেকুল হায়দার চৌধুরী ও সদস্য-সচিব বাহার খন্দকার সবুজ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা দরুদ মিয়া রনেল।
Share this content: