এবিএনএ: এ প্রজন্মের চিত্রনায়িকা আইরিন সুলতানা। এরই মধ্য বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এসব সিনেমায় নানা চরিত্রে দেখা গেছে তাকে। এবার প্রতারকের ফাঁদে পড়তে দেখা যাবে তাকে। আর এই প্রতারক তারই স্বামী। এমন গল্প নিয়ে ‘ট্র্যাপড’ নামে ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন আইরিন।
চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির পরিচালিত এই ওয়েব সিরিজের দৃশ্যধারণ করা হবে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে। সেখানেই টানা শুটিং হবে বলে রাইজিংবিডিকে জানান এই পরিচালক।
এ প্রসঙ্গে আইরিন সুলতানা রাইজিংবিডিকে বলেন, ‘‘আগামী ফেব্রুয়ারি মাস থেকে বালি দ্বীপে ‘ট্র্যাপড’-এর শুটিং শুরু হবে। গল্পটিও দারুণ। এতে আমাকে একজন প্রতারকের খপ্পরে পড়তে দেখা যাবে। এরপর বিভিন্ন ঘটনার মুখামুখি হতে হবে। এটি আমার অভিনীত দ্বিতীয় ওয়েব সিরিজ। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’’
আসাদ জামানের রচনায় এতে আইরিনের বিপরীতে অভিনয় করবেন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম রিয়েলিটি শো খ্যাত এ. কে. আজাদ। এছাড়াও অভিনয় করবেন আমান রেজা, ফারহান লিওসহ অনেকে। ওয়েব সিরিজটি প্রযোজনা করছে ইনোভেট সলিউশন লিমিটেড। লাইভে টেকনোলজির চ্যানেলে এটি মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা সৈকত নাসির।
দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রুপালি জগতে পা রাখেন আইরিন। এরপর ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘মায়াবীনি’সহ তার কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। এছাড়া তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তা ছাড়া হারুন-উজ-জামান পরিচালিত ‘পদ্মার প্রেম’ সিনেমার শুটিং করছেন আইরিন।