বিনোদন

সালমানের নতুন বান্ধবী উর্বশী!

এবিএনএ : বলিউড সুপারস্টার সালমান খান সানি লিওন থেকে শুরু করে অনেকে নায়িকার কেরিয়ার গড়েতেই এগিয়ে এসেছেন। এবার সেই ধারাবাহিকতায় সালমানের নতুন বান্ধবী হলেন উর্বশী রাউতেলা। সম্প্রতি বলিউডে গুঞ্জন রটছে, সালমানের সাথে এখন বেশি দেখা যাচ্ছে উর্বশী রাউতেলাকেই! যদিও লুলিয়া ভানটুরের সঙ্গে ২০১৬ সাল থেকে সম্পর্কে জড়িয়েছিল সালমান খান। এখন শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই লুলিয়ার সঙ্গে সম্পর্কের বাঁধনটা আর নাকি নেই। নতুন বান্ধবী উর্বশীর ক্যারিয়ারকে ভালো জায়গায় পৌঁছে দিতে সালমান কী করবেন? এমন প্রশ্নের জবাব পেতে সালমান ভক্তদের কিছু দিন অপেক্ষা করতে হবে।

Share this content:

Back to top button