এবিএনএ : এবার পোশাক বিতর্কে পড়লেন চলতি প্রজন্মের মডেল-অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। সম্প্রতি তিনি হাজির হয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়াার্ডের মঞ্চে। কালো বুক খোলা গাউন পরে তার আবেদনময়ী উপস্থিতি মুগ্ধ করেছে উপস্থিত দর্শকদের। কিন্তু অনেকেই তাকে এই গাউন পরে এমন একটি মঞ্চে আসায় প্রশ্ন তুলেছেন। এমনকি অভিনেত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করতে ছাড়েননি। শুধু তাই নয়, ঊর্বশীকে ‘লজ্জাহীন’ বলেও আক্রমণ করা হয়েছে।
সাবেক মিস ইন্ডিয়া ঊর্বশী যখন কালো গাউন পরে ঝলমলিয়ে ওঠেন, সেই সময়ই কেউ কেউ তাকে অশ্লীল কটুক্তি করতে শুরু করেন। একজন তাকে কটাক্ষ করে টুইটারে লিখেছেন জনপ্রিয়তা অর্জনের জন্য আপনারা কেন এইভাবে শরীর দেখানো পোশাক পরেন।’ আরেকজন লিখেছেন, ঊর্বশী ভারতীয় সংস্কৃতি ধ্বংস করছেন। মার্কিন সংস্কৃতিতে শরীর দেখানোর রীতি থাকলেও, ভারতীয় সংস্কৃতিতে তা নেই- বলেও বেশ কজন ফুঁসে ওঠেন ঊর্বশীর বিরুদ্ধে।