জাতীয়বাংলাদেশলিড নিউজ

প্রকল্প বাস্তবায়নে মান নিশ্চিত করার নির্দেশ

স্থানীয় সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের সময় কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উনয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। নির্ধারিত সময়ে কাজ শেষ করারও তাগিদ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ২০১৮-২০১৯ অর্থবছরর সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় তিনি এ তাগিদ দেন।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সিটি করপোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার বিভাগের আওতায় ১১টি সিটি করপোরেশনের ৪৯টি প্রকল্পের কাজের অগ্রগতি প্রায় শতভাগ হওয়ায় সভায় সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

Share this content:

Related Articles

Back to top button