এবিএনএ : রাজশাহীতে বিশ্ববিদ্যালয় শিক্ষক রেজাউল করিম, সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান, নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় এবং কাশিমপুর কারাফটকের সামনে কারারক্ষী খুনের ঘটনাকে ‘টার্গেট কিলিং’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি অস্থিতিশীল করতে ‘টার্গেট কিলিং’ হচ্ছে। পরিস্থিতি অস্থিতিশীল করতে জামায়াত-শিবির গুপ্ত হত্যা চালাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র সব সময় ছিল। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। পরিস্থিতি অস্থিতিশীল করতে টার্গেট কিলিং করা হচ্ছে।’
জুলহাজ ও তনয় হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করে আল কায়দার নামে বার্তা এসেছে। রাবি শিক্ষক হত্যাকাণ্ডের দায় স্বীকারের বার্তা এসেছিল মধ্যপ্রাচ্যের জঙ্গি গোষ্ঠী আইএসের নামে। তবে এসব দাবিকে ভুয়া বলে উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব হত্যাকাণ্ড ‘২০ দলীয় জোটসহ সুবিধাভোগীরা’ করাচ্ছে।