খেলাধুলালিড নিউজ

পরিণীতির পর সুইডিশ নায়িকার প্রেমে হার্দিক পান্ডে!

এবিএনএ : বলিউডের নায়িকাদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের প্রেম কাহিনী নতুন কিছু নয়।  আজহার উদ্দিন, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি, জহির খান ও বিরাট কোহলির পর এ তালিকায় এবার যুক্ত হলেন হার্দিক পান্ডিয়া। কিছুদিন আগে শোনা গিয়েছিল বলিউড অভিনেত্রী হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে প্রেম করছেন পরীণিতি চোপড়া।  এবার সেই তালিকায় যুক্ত হলেন এক সুইডিশ অভিনেত্রী।  তার নাম এলি আব্রাম। হার্দিক পান্ডে ও এলি আব্রামের প্রেম কাহিনী নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো যেন নতুন করে মেতেছে।

জানা গেছে, গত মাসে হয়ে যাওয়া হার্দিকের বড় ভাই কুনাল পান্ডের বিয়েতেও উপস্থিত ছিলেন বলিউডে এই অভিনেত্রী। ২৭ বছরের এই সুইডিশ অভিনেত্রী বেশ কয়েকবছর আগে স্টকহোম ছেড়ে মুম্বাইয়ের বাসিন্দা হয়েছেন। ‘মিকি ভাইরাস’ (২০১৩), ‘কিস কিসকো প্যায়ার কারু’ (২০১৫), ‘নাম শাবানা’ (২০১৫), ‘পোস্টার বয়েজ’ (২০১৭)-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া বেশ কিছু আইটেম গানেও তাকে দেখা গেছে। ভারতীয় দল বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে ব্যস্ত আছে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় দলের ভরাডুবি থেকে বাঁচাতে রক্ষা কর্তা হয়েছেন হার্দিক। দলের ২০৯ রানের মধ্যে ৯৩ রানই করেছেন এই অলরাউন্ডার। তবে শুধু এলি নয়। এর আগেও একাধিক নারীর সাথে নাম জড়িয়েছে হার্দিকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button