এবিএনএ: হাল আমলের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বেয়োন্সে নোয়েল (৩৭)। লাখো হৃদয়ে কাঁপন ধরান তিনি গান গেয়ে। সেই সঙ্গে রয়েছে তার শরীরের কারুকাজ। গানের সঙ্গে সঙ্গে শরীরকে যেভাবে তুলে ধরেন তাতে কোনো কনসার্টে হুমড়ি খেয়ে পড়েন দর্শক, শ্রোতা। সেই সঙ্গে তো তার গায়কী আছেই। পশ্চিমা এসব তারকা হরহামেশাই পোশাক খোলেন। ক্যামেরার সামনে দাঁড়ান। তার বেশির ভাগই পেশাগত কাজের ক্ষেত্রে ঘটে থাকে।
কিন্তু নিজের ঘরে, নিজেই অন্তর্বাস খুলে ফেলে পোজ দেয়ার ঘটনা কম নয়। শুধু কি পোজ দেয়া! না, শুধু পোজ দেয়া নয়। তারা শরীরের ভাঁজ ফুটিয়ে তুলতে, তার প্রকাশ ঘটাতে, ভক্তদের দেখাতে সরাসরি পোস্ট করে দেন সেই সব ছবি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে। বেয়োন্সে নোয়েলও তাই করলেন। তারকাখচিত ব্লোজার পরে তিনি খুলে দিলেন তার সব বোতাম। ভিতরে নেই কোনো অন্তর্বাস। সেভাবেই নিজেকে ক্যামেরাবন্দি করলেন। আর যায় কোথা! দেরি যেন সহ্য হয় না। অমনি পোস্ট করে দিলেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে। এ ছবির কোনো কোনোটিতে তার সঙ্গে রয়েছেন স্বামী র্যাপসঙ্গীত শিল্পী জ্যাজ (৪৯)। এর মাত্র কয়েকদিন আগে টপলেস হয়ে বিশ্বজুড়ে খবরের শিরোনাম হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত লেখিকা, অভিনেত্রী, উপস্থাপিকা পদ্মলক্ষ্মী।