৭ সেপ্টেম্বর থেকে নিউইয়র্ক সিটির ম্যানহাটনে শুরু হয়েছে নিউইয়র্ক ফ্যাশন উইক-২০১৭। মার্কিন ফ্যাশন ডিজাইনার ক্রিস্টিয়ান সিরিয়ানোর তৈরি পোশাকে নিউইয়র্ক ফ্যাশন উইকের র্যাম্পে এক মডেল। ছবিটি শনিবার তোলা।
ক্রিশ্চিয়ান সিরিয়ানোর বসন্ত ও গ্রীষ্মকালীন পোশাকে রানওয়েতে হেঁটে যান এই মডেল।
ছবিটি নিউইয়র্ক ফ্যাশন উইক-২০১৭-এর ফ্যাশন শো থেকে শনিবার তোলা।
শনিবার ক্রিশ্চিয়ান সিরিয়ানোর তৈরি করা এই উজ্জ্বল হলুদ রঙের পোশাকটি দর্শকদের নজর কেড়েছিল।
র্যাম্পে আসা এক মডেলের পোশাকের অংশ ছিল এই আকর্ষণীয় হ্যান্ডব্যাগটি। ছবিটি শনিবার তোলা।
বর্ণিল পোশাকে এক মডেল। ছবিটি শনিবারের।
ফ্যাশন ডিজাইনার ব্র্যান্ডো ম্যাক্সওয়েলের পোশাকে র্যাম্পে জনপ্রিয় মডেল ও উদ্যোক্তা কার্লি ক্লস। শুক্রবার তোলা ছবি।
বিধু মালহোত্রার তৈরি করা পোশাকে রানওয়েতে এক মডেল। ছবিটি শুক্রবার তোলা।
মার্কিন মডেল জিজি হাদিদ পরেছেন ব্র্যান্ডো ম্যাক্সওয়েলের করা পোশাক। ছবিটি শুক্রবার তোলা।
বিশ্ব ফ্যাশন জগতের অন্যতম বড় এই আয়োজন শেষ হচ্ছে ১৩ সেপ্টেম্বর। ছবিটি শনিবার তোলা।