এবিএনএ : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে একটি গির্জার সামনে পুলিশের গুলিতে এক বন্দুকধারী নিহত হয়েছেন। রোববার শহরটির সেইন্ট জন দ্য ডিভাইন গির্জার সামনের সিঁড়িতে এ ঘটনা ঘটে বলে রয়টার্স জানিয়েছে।
পুলিশের ভাষ্যমতে, গির্জাটির সামনে একটি সংগীতানুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে পিস্তল হাতে এক ব্যক্তি ‘আমাকে হত্যা কর’ বলে চিৎকার করে গুলি ছোড়ে, তখন পুলিশের পাল্টা গুলিতে সে নিহত হয়।
নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার ডার্মোট শেই জানিয়েছেন, ঘটনাস্থল থেকে দুটি আধাস্বয়ংক্রিয় পিস্তল এবং সন্দেহভাজনের একটি ব্যাগ উদ্ধার করেছে। তাতে পুরো ভরা একটি পেট্রলের ক্যান, রশি, তার, বেশ কয়েকটি ছুরি, একটি বাইবেল ও টেপ ছিল। অশুভ উদ্দেশ্যেই ব্যাগে এসব জিনিস রাখা হয়েছিল, এমনটি ধরে নেয়া যায় বলে মন্তব্য করেছেন তিনি।
Share this content: