এবিএনএ: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে গাড়ির পার্কিং স্পট নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মারামারির ঘটনায় প্রবাসী দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ ওই দুজনের নাম প্রকাশ করেনি।
স্থানীয় সময় রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের সামনে এই মারামারির ঘটনা ঘটে। জানা যায়, রোববার জ্যাকসন হাইটস এলাকার খাবার বাড়ি রেস্তোরাঁর নিচতলায় পালকি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি পক্ষের কর্মী সমাবেশ চলছিল। সমাবেশ থেকে দলের বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে গত ৮ বছরের নানা অনিয়ম-দুর্নীতি চিত্র তুলে ধরে ‘হটাও সিদ্দিক’ কর্মসূচি ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সমাবেশ থেকে ‘হটাও সিদ্দিক’ কর্মসূচি ঘোষণা করায় আওয়ামী লীগের অপর পক্ষ গাড়ি পার্কিংয়ে হট্টগোল শুরু করে। পরে সেখানে দুই পক্ষের মারামারি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বা আওয়ামী লীগ নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।