আমেরিকালিড নিউজ

নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শনে স্পিকার

এবিএনএ : নিউইয়র্ক সফররত স্পিকার ও সিপিএ চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেছেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়। কনসাল জেনারেল মো. শামীম আহসানসহ অন্যান্য কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
মিশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে সোমবার স্পিকার প্রবাসীদের কনস্যুলার সেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। কনস্যুলেট এর আওতাধীন বিপুল সংখ্যক প্রবাসীদের আন্তরিকতার সঙ্গে সেবা প্রদানের কথা উল্লেখ করে স্পিকার তাদের প্রশংসা করেন। এ সময় কনসাল জেনারেল সংক্ষেপে কনস্যুলেট এর কার্যক্রম তুলে ধরেন।
পরে তিনি কনস্যুলেট অফিসের কার্যক্রম ঘুরে দেখেন। তিনি কনস্যুলার সেবা প্রার্থী অপেক্ষমান প্রবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this content:

Related Articles

Back to top button