প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০১৭, ৭:৪০ পি.এম
নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শনে স্পিকার

এবিএনএ : নিউইয়র্ক সফররত স্পিকার ও সিপিএ চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেছেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়। কনসাল জেনারেল মো. শামীম আহসানসহ অন্যান্য কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
মিশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে সোমবার স্পিকার প্রবাসীদের কনস্যুলার সেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। কনস্যুলেট এর আওতাধীন বিপুল সংখ্যক প্রবাসীদের আন্তরিকতার সঙ্গে সেবা প্রদানের কথা উল্লেখ করে স্পিকার তাদের প্রশংসা করেন। এ সময় কনসাল জেনারেল সংক্ষেপে কনস্যুলেট এর কার্যক্রম তুলে ধরেন।
পরে তিনি কনস্যুলেট অফিসের কার্যক্রম ঘুরে দেখেন। তিনি কনস্যুলার সেবা প্রার্থী অপেক্ষমান প্রবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.