
এবিএনএ : নিউইয়র্কের জ্যাকসন হাইটস হাটবাজার পার্টি হলে ১৬ এপ্রিল রবিবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগ প্রতিষ্ঠাতা সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযাদ্ধা মরহুম ফৈয়াজ আলীর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন ।উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সভা পরিচলনা করেন মরহুম ফৈযাজ আলীর কন্যা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্নসাধারন সম্পাদক আইরিন পারভিন.সভায প্রধান অতিথী হিসাবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ঢাকার রাজপথ কাপানো ছাত্রলীগ নেতা জনাব আব্দুল মান্নান এমপি.সভায মরহুমের বর্নাট্য রাজনৈতিক জীবন আলোচনা করেন. যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বশারত আলী ,মাহাবুব রহমান,সামসুঊদ্দীন আজাদ,লুৎফর করিম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়ার যুগ্নসাধারন সম্পাদক নিজাম চৌধরী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ.সাবেক সাধারন সম্পাদক এম এ সালাম. সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ, মহিউদ্দিন দেওয়ান , উপদেষ্টা হাজী সফিকুল আলম, নিউইযর্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিযা চৌধরী , উপপ্রচার তৈয়বুর রহমান টনি,,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য শাহানারা রহমান, ডেনী চৌধরী, খোর্শেদ খন্দাকার, জহির আলী, আব্দুল হামিদ,আশরাফ মাশুক, আলী গজনবী, এম আলমগীর, সাখাওয়াত বিশ্বাস ,জামাল হোসেন , কবির আলী প্রমুখ। সভায যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সাংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রক্তারা মরহুমের রুহের শান্তি কামনা করেন।
Share this content: