জার্মানিতে ডান ও বামপন্থীদের সংঘর্ষ

এবিএনএ: জার্মানির পূর্বাঞ্চলীয় শহর চেমনিৎজে ডান ও বামপন্থী বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার এক সড়ক উৎসবে ছুরি হামলার পরিপ্রেক্ষিতে সন্দেহভাজন হিসেবে এক ইরাকি ও এক সিরীয়কে গ্রেপ্তারের পর সোমবার এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, উভয় পক্ষ থেকে আতশবাজি ছোঁড়া হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। উভয়পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করেছে। সরকারি ও স্থানীয় কর্মকর্তারা বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের মুখপাত্র জানিয়েছেন, ‘আইন নিজের হাতে তুলে নেওয়া’ বরদাস্ত করবে না জার্মানি। রোববারের হামলার প্রতিবাদে সোমবার চেমনিৎজের কার্ল মার্ক্সের ভাস্কর্যের কাছে বামপন্থীরা বিক্ষোভ করে। এসময় ওই সমাবেশ থেকে বিদেশিদের লক্ষ্য করে বোতল ছোঁড়া হয়। এর কয়েক মিটার দূরেই প্রায় সমসক্ষক ডানপন্থী বিক্ষোভকারী জমায়েত হয়। এসময় কিছু বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করে। চরম বামপন্থী লেফট পার্টির এমপি মার্টিনা রেনার অভিযোগ করেছেন, রাজনৈতিক ইতি টানতে ডানপন্থীরা হত্যাকে ব্যবহার করতে চাইছে।
Share this content: