এবিএনএ : আদালদ অবমাননার মামলায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় আদালতের হেফাজতে থাকা ৩ ট্যানারি মালিককে মুক্তি দিয়েছে হাইকোর্ট। বিকেলে ঐ ৩ ট্যানারি মালিকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের ডিভিশন বেঞ্চ আজ বিকেলে এ আদেশ দেন।
এর আগে আদালত অবমাননার মামলায় জবাব দাখিল না করায় তাদেরকে বেলা ১১ টা থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত আদালতের হেফাজতে বন্দি রাখা হয়। ওই তিন ট্যানারি মালিক হলেন- পূবালী ট্যানারিজের মাহবুবুর রহমান, রুমি লেদার ইন্ডাস্ট্রিজের গিয়াস উদ্দিন আহমেদ পাঠান ও মেসার্স প্যারামাউন্ট ট্যানারিজের মো. আকবর হোসেন।
বিকেলে তাদের আইনজীবী ব্যারেস্টার ফিদা এন কামাল আদালতে নিশর্তে ক্ষমা প্রার্থনার আবেদন দাখিল করেন। আদালত শুনানি নিয়ে সোমবার তাদেরকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে হাজারিবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের রায় কার্যকরের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে সকালে ট্যানারি স্থানান্তরে আদালতের নির্দেশনা সঠিকভাবে অনুসরণ না করায় তিন মালিককে পুলিশের কাছে সোপর্দ করে হাইকোর্ট। রবিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ কোর্ট তত্ত্বাবধায়কের মাধ্যমে তাদের পুলিশে সোপর্দ করেন।