জাতীয়বাংলাদেশলিড নিউজ

দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত রোগীর রেকর্ড

এবিএনএ : দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭৩ জন এবং মারা গেছে ২২ জন। সুস্থ হয়েছে ৩৯৫ জন।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ১০ হাজার ১৭৪টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা করেছি ১০ হাজার ২৬২টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৭৭৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২৮ হাজার ৫১১ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২২ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৪০৮ জন। সুস্থ হয়েছে ৩৯৫ জন। মোট সুস্থ হয়েছে ৫ হাজার ৬০২ জন।’

তিনি বলেন, ‘যে ২২ জন মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা শহরে ৮ জন, ঢাকার অন্যান্য জেলায় ১ জন ও নারায়ণগঞ্জে ১ জন। চট্টগ্রামের ৮ জনের মধ্যে চট্টগ্রাম শহরের ৪ জন, কক্সবাজারে ১ জন এবং চাঁদপুরে ৩ জন। ময়মনসিংহের শহরে ১ জন। সিলেট বিভাগে সিলেট সিটি করপোরেশনে ১ জন এবং সিলেটের অন্যান্য জেলায় ২ জন।’

এর আগে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৬১৭ জন, মৃত্যু হয় ১৭ জনের। তার আগের দিন মঙ্গলবার শনাক্ত হয় ১ হাজার ২৫১ জন, মারা যায় ২১ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

Share this content:

Related Articles

Back to top button