জাতীয়বাংলাদেশলিড নিউজ

নারীরা পারে সেই বিশ্বাস থাকতে হবে : স্পিকার

এবিএনএ : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, যখন কোনো নারী দায়িত্বে আসে, তখন তাকে অনেকগুলো বোঝা মাথায় নিয়ে আসতে হয়। দায়িত্ব পালনে ব্যর্থ হলে সমাজে তা অনেক নেতিবাচক বার্তা দেয়। তাই নারীরা পারে এবং অবশ্যই পারবে সেই বিশ্বাস আমাদের মধ্যে থাকতে হবে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণমাধ্যমে নারী ও কর্মপরিবেশ’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, নারীর ক্ষমতায়নে পুরো বিশ্বে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত। আর নারীদের জন্য কেবল একটিই পথ আছে, সামনে এগিয়ে যাওয়া। এবং আমাদের এই এগিয়ে যাওয়ার মধ্য দিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ। এছাড়া নারীরা যে উৎসাহ নিয়ে সাংবাদিকতা পেশায় আসে চলার পথে তারা যেন ঝরে না পড়ে সে বিষয়ে নীতি নির্ধারকদের আরো সচেতন হতে হবে। অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিক মাহমুদা চৌধুরী ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিআরইউ এর নারী বিষয়ক সম্পাদক ঝর্ণা মনি। তিনি বলেন, গবেষণা অনুযায়ী বাংলাদেশে নারী সাংবাদিকের সংখ্যা ১৬ শতাংশ। এর মধ্যে সংবাদপত্রে ৮ শতাংশ, রেডিওতে ৩৩ এবং টেলিভিশনে ১৯ শতাংশ নারী সাংবাদিক কাজ করে। তবে রেডিওতে ৬৭ শতাংশ এবং টেলিভিশনে ৬৬ শতাংশ উপস্থাপিকা নারী।
তিনি বলেন, জাতীয় প্রেসক্লাবে ১ হাজার ২৫২ জন স্থায়ী সদস্যের মধ্যে নারী সদস্য মাত্র ৭২ জন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের তিন হাজার সদস্যের মধ্যে নারী সদস্যের সংখ্যা ১৬৪ জন। আর রিপোর্টার্স ইউনিটির ১ হাজার ৭৫৪ জন সদস্যের মধ্যে নারী মাত্র ১৩০ জন। গণমাধ্যমে নারীর অংশগ্রহণের এই চিত্রের সঙ্গে রয়েছে বৈষম্যও।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাহানাজ শারমিন, শাহনাজ মুন্নি, নাদিরা কিরণ, আঙুর নাহার মন্টি, উম্মুল ওয়ারা সুইটি প্রমুখ।

Share this content:

Back to top button