
এবিএনএ: ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কনকাকাফ ওমেন গোল্ড কাপের শিরোপা জিতল যুক্তরাষ্ট্র। এবারই প্রথমবার আয়োজিত আসরটিতে চ্যাম্পিয়নের মুকুট পরল দলটি।
আজ সোমবার সান ডিয়েগোর স্ন্যাপড্রাগন স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে যুক্তরাষ্ট্র নারী ফুটবলের মুখোমুখি হয় ব্রাজিল নারী ফুটবল দল। যেখানে যুক্তরাষ্ট্রের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন লিন্ডসে হোরান৷
লিন্ডসে ম্যাচের প্রথমার্ধের ইনজুরি সময়ে ব্রাজিলের গোলকিপার লুসিয়ানাকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান। সতীর্থ এমিলি ফক্সের ভেসে আসা ক্রস থেকে হেডের মাধ্যমে গোলটি করেন যুক্তরাষ্ট্রের এই অ্যাটাকিং মিডফিল্ডার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
ম্যাচ শেষে লিন্ডসে হোরান বলেন, ‘এটা ছিল খুবই কঠিন একটি ম্যাচ। কঠিনভাবে আমাদেরকে চেপে ধরেছিলো ব্রাজিল। এই অবস্থায় গোল করতে পেরে আমি সত্যিই অভিভূত। এরপর দলকে জিতিয়েছি এবং চ্যাম্পিয়ন হয়েছি।’
কনকাকাফ ওমেন গোল্ড কাপ মূলত উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের নারী দলগুলোর প্রতিযোগিতা। এবারের আসরে আমন্ত্রিত অতিথি হিসেবে লাতিন আমেরিকা (কনমেবল) থেকে যোগ দিয়েছিল আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে ও ব্রাজিল।
Share this content: