এবিএনএ: বিশ্বব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ‘আন্তর্জাতিক নারী দিবস’। সমাজের নানা স্তরের কাজে-কর্মে নারীরা যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই পুরুষতন্ত্রের চোখে নারীকে দেখার দৃষ্টিভঙ্গিটা কি আদৌ বদলেছে?-এ বার সেই প্রশ্নই তুলে দিলেন ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। সম্প্রতি স্বস্তিকা নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন। আর সেই ছবি দেখে তাকে প্রশ্ন করা হয় ‘কেন তার স্তনের আকার সুগঠিত নয়?’ সে প্রসঙ্গ টেনে গতকাল শুক্রবার স্বস্তিকা লিখেছেন, ‘একজন নারীকে দেখার সময় সব পুরুষের চোখে কি প্রথম এটাই বিবেচ্য যে তার স্তনের আকার কেমন? এটাই কি তাদের মন্তব্য করার মতো একমাত্র বিষয়?’
মন্তব্যকারীদের একহাত নিয়ে অভিনেত্রী আরও লিখেছেন, ‘অভিনেত্রী হওয়ার পাশাপাশি আমি একজন মা। আর দীর্ঘ বহু বছর আমি কোনোরকম পাম্পের সাহায্য ছাড়াই সন্তানকে স্তন্যপান করিয়েছি। আর সে জন্য অমি একজন গর্বিত মা। যারা সন্তানকে স্তন্যপান করানোর মর্মটাই বোঝেন না তারাই এ ধরনের মন্তব্য করতে পারেন।’
পরে একটি পৃথক পোস্টও শেয়ার করে স্বস্তিকা লিখেন, ‘আজ বিশ্ব নারী দিবস। কিছুক্ষণ পর থেকেই চতুর্দিকে নানা সার্কাস শুরু হয়ে যাবে। এখনও এটাই আশা করা হয় যে একজন মেয়েকে সব সময়ে সবদিক থেকে ছবির মতো সুন্দর এবং পারফেক্ট হতে হবে। তার স্তন, কোমর, নিতম্ব, ঠোঁটের চুলচেরা বিচার করা হবে। যদি সেগুলো যথেষ্ট ‘সুন্দর’ না হয় তা হলে অস্ত্রোপচারের মাধ্যমে সেগুলো ঠিক করাতে হবে। আর তা করালে সেই নারীকে ট্রোলের শিকার হতে হবে।’