আন্তর্জাতিকলিড নিউজ

নববর্ষে হামলা পরিকল্পনা, তুরস্কে ১৩ আইএস জিহাদি গ্রেপ্তার

এবিএনএ : ইংরেজি নববর্ষে দেশব্যাপী উৎযাপনে হামলা পরিকল্পনার অভিযোগে ১৩ জিহাদিকে গ্রেপ্তার করেছে তুর্কি পুলিশ। মঙ্গলবার স্থানীয় সময় সকাল বেলা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সকলেই ইসলামিক স্টেটের সদস্য কিংবা সংগঠনটি দ্বারা অনুপ্রাণিত বলে মনে করছেন তারা। এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।

সূত্রের ভিত্তিতে পুলিশ খুব সকালে রাজধানী আংকারার বিভিন্ন স্থানে ওই অভিযান পরিচালনা করে। তাদের কাছে পূর্বেই ওই জিহাদিদের অবস্থান ছিলো বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। তুর্কি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত প্রত্যেকেই আলাদা স্থানে হামলার পরিকল্পনা করেছিলো। তাদের সঙ্গে সিরিয়ার অভ্যন্তরে সক্রিয় ইসলামিক স্টেটের যোগাযোগ খুঁজে পেয়েছে পুলিশ।

Share this content:

Back to top button