এবিএনএ: শুধু অভিনয় দিয়ে নয়, নানা রকম কাজ দিয়েও সব সময় আলোচনায় থাকেন মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি রিয়া সেন। বছর খানেক আগে বিয়ে নিয়ে আলোচনায় ছিলেন। অনেকেই প্রশ্ন তুলেছিলেন বিয়ের আগেই নাকি সন্তান সম্ভবা ছিলেন এই নায়িকা। সেই সমালোচনার পরে একটি ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ইনস্টাগ্রামে মাঝে মাঝেই মডেলিং, অভিনয় এবং ব্যক্তিগত জীবনের টুকরো খবর শেয়ার করেন তিনি। সম্প্রতি তেমনই কিছু ছবি ইনস্টাগ্রামে আপলোড করেছেন নায়িকা।
রিয়াসেন অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে আছে বিষকন্যা, তাজমহল, তুম হো না, সিলসিলে, সাধি নাম্বার ওয়ান, জাতিস্মর, আবহমান, নৌকাডুবি প্রভৃতি।