বাংলাদেশরাজনীতিলিড নিউজ

চাপে নত হবেন না: ইসিকে আওয়ামী লীগ

এবিএনএ: কোনো ধরনের চাপের মুখে নতি স্বীকার না করতে নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।কোনো ধরনের চাপের মুখে নতি স্বীকার না করতে নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির সিদ্ধান্ত আসার আগে ইসিতে গিয়ে এই হুঁশিয়ারি দিয়ে আসে ক্ষমতাসীন দলটির একটি প্রতিনিধি দল। দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ। কারাবন্দি খালেদা জিয়ার আবেদনের শুনানির পর সিইসি নেতৃত্বাধীন আপিল কর্তৃপক্ষ বিকালে সিদ্ধান্ত দেওয়ার সময়  ঠিক করে। তার ঠিক পরপরই আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল। খালেদার আপিল শুনানির বিষয়ে নানক সাংবাদিকদের বলেন, “সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই।”

ইসিতে আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বিএনপি, ঐক্যফ্রন্ট ও জামায়াত নন ইস্যুকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। দেশের মানুষ উদ্বিগ্ন। “কোনো চাপের কাছে যেন নির্বাচন কমিশন নতি স্বীকার না করে, সেজন্য সতর্ক করে দিয়েছি আমরা।” বিএনপি অভিযোগ করে আসছে, ইসি সরকারের ইঙ্গিতে কাজ করছে।

Share this content:

Back to top button