
এবিএনএ : ঢাকার ধোলাইখাল এলাকায় ট্রাকের ধাক্কায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ঢাকার ইসলমাপুরে কাপড় ব্যবসায়ী আলমগীর হোসেন ও তার ভাতিজা আব্দুর রহিম। ওয়ারী থানা পুলিশ জানিয়েছে, রাতে দোকান বন্ধ করে আলমগীর তার ভাতিজাকে নিয়ে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। চিশতিয়া কমিউনিটি সেন্টারের সামেন একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, রাত সাড়ে ১২টার দিকে ঐ দুইজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Share this content: