জাতীয়বাংলাদেশলিড নিউজ

বেতন বকেয়া রেখে হঠাৎ গার্মেন্ট বন্ধ, শ্রমিকদের সড়ক অবরোধ

এবিএনএ: রাজধানীর শ্যামলীতে বকেয়া বেতনের দাবি ও গার্মেন্ট বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে গার্মেন্টের কর্মীরা। বুধবার সকাল ১০টার দিকে অবরোধ শুরু হয়। ঈদের ছুটি শেষে আজ আলিফ অ্যাপারেলস নামের গার্মেন্টটি খোলার কথা থাকলেও সকালে কর্মীরা এসে প্রধান গেটে নোটিশ ও তালা দেখতে পান। এরপরই হঠাৎ গার্মেন্ট বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন তারা।

সড়কে অবস্থান নেওয়া শ্রমিকরা জানান, বিজিএমইএ’র বিধান অনুযায়ী গার্মেন্ট বন্ধের তিন মাস আগে শ্রমিকদের অবহিত করে তাদের পাওনা পরিশোধের কথা থাকলেও এক্ষেত্রে তাদের না জানিয়েই গার্মেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তাই কোন সমাধান না পেয়ে রাস্তায় অবস্থান নিয়েছে তারা। এর কয়েকমাস আগেও বকেয়া বেতনের দাবিতে সড়কে আন্দোলন করেছিলেন বলেও জানান তারা। সে সময় মালিকপক্ষ ৬ মাসের মধ্যে সকল পাওনা পরিশোধের আশ্বাস দিয়ে তাদের কাজে ফিরিয়ে আনে। এ সময় শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবি করে জানান, আমাদের বেতন-বোনাসসহ পাওনা টাকা দিতে হবে। এই দাবি পূরণ না হলে আমরা সড়কেই থাকব।

পুলিশ সূত্রে জানা যায়, বকেয়া বেতন ও গার্মেন্ট বন্ধের প্রতিবাদে সড়কে অবস্থান নিয়েছে শ্রমিকরা। পুলিশ তাদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঘটনাস্থলে মোহাম্মদপুর থানার ওসি জিজি বিশ্বাসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

Share this content:

Related Articles

Back to top button