আন্তর্জাতিকলিড নিউজ
মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বামপন্থী লোপেজ অবরাদোর

এবিএনএ : মেক্সিকোতে রবিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বামপন্থী প্রার্থী আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অবরাদোর। বুথ ফেরত ভোটের জরিপ থেকে এ তথ্য জানা যায়। মেক্সিকো সিটির সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন অবরাদোর। নির্বাচন সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠান তার জয়লাভের কথা জানিয়েছে।
সংবাদপত্র এল ফিনানসিরোর বুথ ফেরত জরিপে বলা হয়, অবরাদোর ৪৯ শতাংশ ভোট পেয়েছেন। অপরদিকে রক্ষণশীল দলের প্রার্থী রিকার্ডো আনায়া ২৭ শতাংশ এবং ক্ষমতাসীন দলের প্রার্থী জোসে অ্যান্তোনিও মিয়াদে মাত্র ১৮ শতাংশ ভোট পেয়েছেন।
নির্বাচন সংস্থা মিতোফস্কি ও স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ক্যাবিনেট বুথ ফেরত ভোটের জরিপে প্রায় একই ধরনের ফলাফল জানিয়েছে। সকল প্রতিষ্ঠানই তাদের জরিপে এ প্রথম দফার নির্বাচনে ৪০ শতাংশের বেশী ভোট পেয়ে লোপেজ অবরাদোর বিজয়রে কথা জানিয়েছে।
Share this content: