এবিএনএ : আজ বিশ্ব ধরিত্রী দিবস। পৃথিবীকে মানুষের বসবাসযোগ্য রাখতে প্রতিবছর ২২ এপ্রিল এই দিবসটি পালন করা হয়ে থাকে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘পৃথিবীর জন্য বৃক্ষ’। আর ব্যবহারকারীদের এই দিবসটিকে স্মরণ করিয়ে দেওয়ার গুরু দায়িত্ব পালন করল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক। প্রত্যেক ব্যবহারকারীকে ধরিত্রী দিবসে ফেসবুক শুভেচ্ছা জানিয়েছে।
এই দিবস উপলক্ষে বুলবুল আনিসুর নামের একজন ফেসবুক ব্যবহারকারী নিজের পোস্টে লিখেছেন, প্রতিদিন একজন মানুষ ৩২৯৭ টাকার অক্সিজেন ব্যবহার করেন। বছরে তার পরিমাণ দাঁড়ায় ১২ লাখ ৩ হাজার ৪০৫ টাকা। যদি ৬৫ বছর বাঁচি তাহলে অক্সিজেন বাবদ আমাদের খরচ দাঁড়ায় ৭ কোটি ৮৫ লাখ টাকা। এত টাকার অক্সিজেনের সবটুকুই বিনামূল্যে পাচ্ছি আমাদের চারপাশের গাছপালা থেকে। … আমাদের অনেকেই জীবনের সাথে গাছের ভূমিকাকে বেমালুম ভুলে যান এবং গাছ কেটে পৃথিবীকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছেন। আসুন গাছ লাগাই পৃথিবী বাঁচাই।
বৃক্ষের সাথে মানুষের জীবন অঙ্গাঙ্গিভাবে জড়িত। ফলজ বৃক্ষ আমাদেরকে বহুকাল জীবনধারনের উপযোগিতা দান করে। সেই হিসাবে দিবসটির এবারের প্রতিপাদ্য যথার্থ হয়েছে বলে মনে করেন পরিবেশবিদরা।
তবে ফলের উৎপাদনে বিষের ব্যবহারে জীবন ও প্রকৃতি বিপন্ন হওয়ার আশঙ্কা করেন অনেকে। এই অবস্থায় মৌসুমি ফলের সময় মধুমাস জৈষ্ঠ্য আসছে। তাই মৌসুমি ফলের প্রাপ্তি নিয়ে কাটছে না শঙ্কাও। অতীতে মৌসুমি ফলের উৎপাদনে ব্যাপক ভাবে বিষের ব্যবহার লক্ষ করা গেছে।