এবিএনএ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে আন্তর্জাতিক কোনো জঙ্গিগোষ্ঠীর অস্তিত্ব নেই। যারা আছে তারা এ দেশের।
বৃহস্পতিবার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, একটি মহল ইসলামের নামে এদের ভুল বুঝিয়ে হত্যাকাণ্ডসহ নানা ধরনের অপরাধ করাচ্ছে। অন্যদিকে, দেশের কোন মাদ্রাসা-মসজিদে আইএস-এর অস্তিত্ব পাওয়া যায়নি।