বাংলাদেশরাজনীতিলিড নিউজ

দেশ চালাচ্ছে মাফিয়া সিন্ডিকেট : রিজভী

এবিএনএ: মাফিয়া সিন্ডিকেট এখন দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আজকে এই দেশ চালাচ্ছে মাফিয়া সিন্ডিকেট। এই সরকার; সরকার নয়। এটি একটি মাফিয়া সিন্ডিকেট। তা না হলে বেগম খালেদা জিয়ার জামিন হবে না কেন? এ রকম মামলায় অসংখ‌্য জামিন হয়েছে।’

শনিবার নয়াপল্টনে এক মানববন্ধনে তিনি এ সব কথা বলেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। রিজভী বলেন, ‘শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত না তালা খুলবেন, ততক্ষণ পর্যন্ত বেগম খালেদা জিয়া মুক্ত হবেন না।’

খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এখন তাকে দুইজনে ধরে তুলতে হয়। অথচ তিনি হেঁটে কারাগারে গেছেন। যে হাসপাতালে তিনি (খালেদা জিয়া) রয়েছেন, সেখানে তার চিকিৎসা হচ্ছে না।’ মানববন্ধন শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে মহিলা দল। মিছিলটি কাকরাইল নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়। মিছিলে রুহুল কবির রিজভী ছাড়াও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সাংগঠনিক সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

Share this content:

Back to top button