জাতীয়বাংলাদেশলিড নিউজ

২৪ ঘণ্টা খোলা থাকছে অপরাধ নিয়ন্ত্রণ সেল: স্বরাষ্ট্রমন্ত্রী

এবিএনএ : চলমান জঙ্গি সন্ত্রাস মোকাবেলায় ২৪ ঘণ্টার জন্য অপরাধ নিয়ন্ত্রণ সেল খুলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অতিরিক্ত সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) আবু হেনা মো. রহমাতুল মুনিম এই সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানা গেছে। আজ বুধবার সচিবালয়ে নিজ দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানান। এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটের সঙ্গে নির্ধারিত বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

বৈঠকে দুই দেশের সন্ত্রাস নিয়ন্ত্রণে আলোচনায় জঙ্গি হামলার ঘটনায় রাজধানীর কলাবাগানে সমকামী অধিকার পত্রিকা রূপবানের সম্পাদক জুলহাস মান্নান এবং তার বন্ধু তনয় হত্যাকাণ্ড ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকাণ্ডসহ অন্যান্য বিভিন্ন সন্ত্রাস নিয়ে আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশের দুই নাগরিক দম্পতি গোলাম রাব্বী ও শামীমা রাব্বীকে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মমভাবে খুনের বিষয়টিও উঠে আসে। এসব আলোচনার পর দুই দেশ যৌথভাবে সন্ত্রাস দমনে এক হয়ে কাজে সম্মত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, চলমান সন্ত্রাস মোকাবেলায় ২৪ ঘণ্টার জন্য অপরাধ নিয়ন্ত্রণ সেল দ্রুতই শুরু হচ্ছে।

Share this content:

Related Articles

Back to top button