এবিএনএ: তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত ২৩ হাজার সাতশোর বেশি মানু্ষের মৃত্যু হয়েছে। প্রতিদিনই উদ্ধার হচ্ছে লাশ। ধ্বংস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোসা জানিয়েছেন, তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২১৩ জনে। দেশটিতে আহত হয়েছে ৮০ হাজার ৫২ জন। আর সিরিয়ায় মৃত্যুর সংখ্যা কমপক্ষে তিন হাজার ৫০০ জন। সিরিয়াজুড়ে আহতের সংখ্যা পাঁচ হাজার ২৪৫ জন। এর মধ্যে সরকার নিয়ন্ত্রিত এলাকায় দুই হাজার ২৯৫ জন আর বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকায় দুই হাজার ৯৫০ জন আহত হয়েছেন।
গত সোমবার ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত হয় তুরস্ক ও সিরিয়া। ভূমিকম্পের কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছে। পরে আরও কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের মরদেহ উদ্ধারে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন।