এবিএনএ: যেকোনো সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে বিএনপি মহাসচিব বলেছেন, ছাত্রদের সব প্রস্তাব, কর্মকাণ্ডের প্রতি আমাদের ভরসা আছে।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমানে রাষ্ট্রপতি হলেন প্রধান। তিনি যখন আমাদের ডাকবেন তখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের নাম প্রস্তাব করবো।
বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের বিষয়ে তিনি বলেন, আমরা আগেই তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিলাম, তারা নিশ্চয়ই দলীয় বিষয়টা ভাববেন।
মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং আমাদের সবার কথা হচ্ছে-বিজয়ের আনন্দে কোনো ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, প্রাণহানি করা যাবে না। যারা করবে, তারা দেশপ্রেমিক নয়। তারা দুষ্কৃতকারী। অন্তরবর্তীকালীন সরকারের প্রধান ড. মো. ইউনুস প্রস্তাবে রাজি কি না, জানতে চাইলে তিনি বলেন, যখন সময় হবে তখন জানতে পারবেন।