বাংলাদেশরাজনীতিলিড নিউজ

বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে : রিজভী

এবিএনএ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, কোনো ধরনের ইস্যু বা আন্দোলন সংগ্রাম ছাড়াই বিশেষ অভিযানের নামে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার শুরু করা হচ্ছে।
সোমবার বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বিশেষ অভিযানের নামে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ ও ডিবি পুলিশ হানা দিয়ে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। বাড়িতে নেতাকর্মীদের না পেলে তাদের পরিবারের সদস্যদের লাঞ্ছিত করা হচ্ছে। এমনকি শিশুরাও রক্ষা পাচ্ছেনা আইনশৃঙ্খলা বাহিনীর নিপীড়ণ থেকে।
রিজভী আরো বলেন, সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গিয়ে চোরাবালির মধ্যে ডুবে যাচ্ছে, যার কারণে এখন বকধার্মিক সাজছে। যে হেফাজতের শান্তিপূর্ণ সমাবেশে নিরীহ ছাত্র ও আলেমদের ওপর পৈশাচিক রক্তাক্ত আক্রমণ চালিয়ে হত্যাকাণ্ড চালানো হয়েছে তা দেশব্যাপী ভুলে যায়নি। এখন আবার সরকার সেই হেফাজতের সঙ্গে সখ্যতা গড়ে তুলতে চাচ্ছে শুধুমাত্র ভোটের জন্য। এটা  আপোষকামী অনৈতিক রাজনীতির এক কলঙ্কজনক দৃষ্টান্ত।
রিজভী বলেন, এই অভিযান চালিয়ে সরকার পার পাবে না, বরং এই অভিযানের মধ্য দিয়ে সরকার নিজেদের পতনে স্বেচ্ছায় স্বাক্ষর করল। সরকার দেশব্যাপী যে দুঃশাসন চালাচ্ছে তা থেকে উত্তরণের জন্য কোন সমীকরণই কাজে আসবে না।

Share this content:

Related Articles

Back to top button