এবিএনএ : মার্কিন টিভি সিরিজ কোয়ান্টিকোতে অভিনয় করে আন্তর্জাতিক পর্যায়ে বেশ সুনাম কুড়িয়েছেন বলিউডের গ্ল্যামার গার্ল প্রিয়াংকা চোপড়া। আর তাই উপমহাদেশের বাইরেও প্রিয়াংকার রয়েছে বেশ পরিচিতি।
এবার একই মঞ্চে প্রিয়াংকাকে দেখা গেলো কিংবদন্তি ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহামের সঙ্গে। সম্প্রতি ইউনিসেফের গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডরদের একটি পরিচিতি সভায় এ তারা একসঙ্গে হন।
আর বেকহামের সঙ্গে একই মঞ্চে থাকতে পেরে উচ্ছ্বসিত বলিউডের দেশি গার্ল। আর তা নিয়েই নিজেকে ‘ভাগ্যবতী’ দাবি করে টুইটারে পোস্টও করেন এই তারকা। ইউনিসেফ গ্লোবাল ফ্যামিলির সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়ার জন্য বেকহাম ও ব্রাউনকে ধন্যবাদও জানিয়েছেন প্রিয়াংকা।
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে প্রিয়াংকা অভিনীত হলিউডি ছবি ‘বেওয়াচ’র ট্রেলার। ছবিটির ট্রেলারে বেশ স্বল্প সময়ের জন্যে দেখা গেছে এই তারকাকে।