এবিএনএ : ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, ২০১৭ সালে হজ-গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন কার্যক্রম খুব শিগগিরই শুরু হবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত ১০ম হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চলতি বছর প্রায় এক লাখ ৪০ হাজার হজযাত্রী হজের নিবন্ধন করতে পেরেছিলেন উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, এদের মধ্যে হজ ব্যবস্থাপনার সদস্যসহ মোট ১ লাখ এক হাজার ৮৩৯ জন হজ করতে পেরেছেন। নিবন্ধন করা সত্ত্বেও যারা এ বছর হজে যেতে পারেননি ২০১৭ সালে হজ-গমনে তাদের অগ্রাধিকার দেয়া হবে।
তিনি হজ ও ওমরাহ মেলাকে হজযাত্রী ও এজেন্সিসমূহের মধ্যে সরাসরি যোগাযোগের একটি অনন্য মাধ্যম হিসেবে অভিহিত করে বলেন, মেলায় এসে হজযাত্রীরা হজের বিভিন্ন সেবা সম্বন্ধে ধারণা পাবেন। এ থেকে তারা তাদের পছন্দসই এজেন্সির মাধ্যমে হজে গমনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। এতে করে হজযাত্রীরা দালালদের হাত থেকে রেহাই পাবেন এবং চুক্তিকৃত সেবা লাভ করতে পারেন।
হাব সভাপতি ইব্রাহিম বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল জলিল, হাবের মহাসচিব শেখ মো. আব্দুল্লাহ, হাবের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মো. ফারুক প্রমুখ বক্তৃতা করেন। আগামীকাল শুক্রবার পর্যন্ত এ মেলা চলবে।