জাতীয়বাংলাদেশলিড নিউজ

ডিএনসিসি মার্কেট বহুতল হওয়া দরকার : হানিফ

এবিএনএ: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ব্যবসায়ীদের স্বার্থে ডিএনসিসি মার্কেট বহুতল হওয়া দরকার।
শনিবার সকালে রাজধানীর গুলশান-১ এ আগুনে পুড়ে যাওয়া ডিএনসিসি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহবুবুল আলম হানিফ বলেন, ‘ডিএনসিসির এ মার্কেট আন্তর্জাতিকমানের হওয়ার কথা ছিলো, কিন্তু কেন হয়নি, আমার তা বোধগম্য নয়। বারবার যেহেতু এখানে অগ্নিকাণ্ড ঘটছে, তাই ব্যবসায়ীদের স্বার্থে এ মার্কেট বহুতল হওয়া দরকার। ব্যবসায়ী সমিতির সঙ্গে মেয়র বসবেন। উভয়পক্ষ বসে এর একটি সমাধান করা হবে।’
শনিবার ভোরে গুলশান-১ এ ঢাকা উত্তর সিটি করপোরেশন মার্কেটে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ফায়ার সার্ভিস পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

Share this content:

Related Articles

Back to top button