বয়স ১৬-তে প্রেম! [ভিডিও]

এ বি এন এ : দর্শকদের মন কেড়েছে ‘বয়স ১৬-তে প্রেম’ শিরোনামের গানটি। ১৬ বয়সের ছেলে-মেয়েদের মনে জাগা প্রেমের কাহিনী নিয়ে নির্মিত গানটিতে কণ্ঠ দিয়েছেন পিংকু আদি।
গত ২২ সেপ্টেম্বর ব্লাকসাইনের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি দেয়া হয়। সেখানে দেয়া তথ্যমতে, ‘রংঢং’ শিরোনামের একটি সিনেমার জন্য নির্মিত গানটি। এটি লিখেছেন মাহমুদুল হাসান রোমান্স। ইউটিউবেই গানটির প্রশংসা করে অনেকেই মন্তব্য করেছেন।
মুস্তাহিদুর রহমান নামে একজন লিখেছেন, সত্যি অসাধারণ একটি গান। ১৬ বছর বয়সের কথা মনে পড়ে যাচ্ছে। দিপু খান নামে একজন লিখেছেন, গানটির প্রেমে পড়ে গেছি। যতবার শুনি আগের কিছু মেমরি মনে পড়ে যাচ্ছে।
এসএম শাকিব নামের একজন লিখেছেন, কি লিখবো ভেবে পাচ্ছি না। অসাধারণ একটি গান। ‘রংঢং’ ছবিটি পরিচালনা করছেন আহসান সারওয়ার। আগামী বছর ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।
Share this content: