
এবিএনএ: মাইক্রোব্লগিং সাইট টুইটার ছাড়তে চাইছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে ডিভোর্সের পর থেকে নানা কারণে খবরে এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অনেকেই বিদ্রূপ করছেন। বিষয়টি নিয়ে তিনি এর আগেও কথা বলেছেন। তবে বর্তমানে পরিস্থিতি বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে বলে মনে করছেন তিনি। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়াও কথাও ভাবছেন তিনি।
২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। গত ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের ঘোষণা দেন নাগা-সামান্থা।
Share this content: