এবিএনএ : বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সুতরাং, প্রথমে ফিল্ডিং করবে বাংলাদেশ। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটায়।
বাংলাদেশ আজ একাদশে দুইটি পরিবর্তন এনেছে। অনুশীলনের সময় ইনজুরিতে আক্রান্ত হওয়ায় বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। তার বদলে একাদশে সুযোগ পেয়েছেন রুবেল হোসেন। আর মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গায় সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। অন্যদিকে, একাদশে চারটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা।
প্রথম ম্যাচে ৯১ রানে ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হেরে বাংলাদেশ ইতোমধ্যে সিরিজ হেরে গেছে। তাই আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। বিশ্বকাপে সর্বশেষ দুই ম্যাচে বাংলাদেশ হেরেছিল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচে হেরেছে টাইগাররা। সুতরাং, আজও যদি বাংলাদেশ হারে তাহলে টানা পাঁচটি ওয়ানডে ম্যাচ হারবে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম (উইকটেরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, রুবেল হোসেন।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেটরক্ষক), অভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, শিহান জয়াসুরিয়া, আকিলা ধনঞ্জয়া, ওয়ানিদু হাসারাঙ্গা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।
Share this content: