বিনোদনলিড নিউজ

টপলেস মন্দানা

এবিএনএ: সোশ্যাল মিডিয়ায় সাহসী ছবি পোস্ট করার নিদর্শন অনেক অভিনেত্রীরই রয়েছে। কখনও প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায়, কখনও সহকর্মীর সঙ্গে ছবির দৃশ্য শেয়ার অনেকেই করে থাকেন। এমনকী টপলেস হয়েও ছবি পোস্ট করেন অনেকে। তার মধ্যে সর্বাগ্রে বোধ হয় রয়েছেন অবিনেত্রী এষা গুপ্তা। ক্যামেরার সামনে কাপড় খুলতে তার দ্বিধা নেই। একাধিকবার টপলেস হয়েছেন তিনি। অভিনেত্রী মন্দনা করিমিও খুব একটা কম যান না। এবার এ অভিনেত্রী টপলেস হয়ে ছবি দিয়েছেন  সোশ্যাল মিডিয়ায়। সেখানে দুটি ছবিতে শুধু তার শরীরের নিম্নাংশ আবৃত। ঊর্ধ্বাংশ সম্পূর্ণ উন্মুক্ত। ছবি দেখে মনে হচ্ছে কোনও এক পোশাকের নিচের অংশ দিয়ে  গোপনাঙ্গ  ঢেকেছেন মন্দনা। এটিই তার সাম্প্রতিকতম ফটোশুট। ছবির ক্যাপশনে ফটোগ্রাফার সাসা জয়রামকে ট্যাগ করে তিনি লিখেছেন, এটা কি সত্যিই আমি? অভিনেত্রীর এই ছবি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সমালোচনা। অনেক অশ্লীল মন্তব্যও পড়েছে তার ছবিতে। কিন্তু সেসবকে পাত্তা দিতে নারাজ মন্দনা। তাই পালটা উত্তর দিতেও দেখা যায়নি তাকে।

Share this content:

Related Articles

Back to top button