বিনোদন প্রতিবেদক : নিজেকে ফিট রাখতে বলিউডের প্রায় সব নায়িকাই নিয়মিত শরীরচর্চা করে থাকেন। ‘কিক’ তারকা জ্যাকুলিন ফার্নান্দেজও এর ব্যতিক্রম নন। নিয়মিত শরীরচর্চা যে তিনি করেন তার প্রমাণও দিয়েছেন এই বলিউড ডিভা।
জনপ্রিয় এই অভিনেত্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শরীরচর্চার একটি ভিডিও পোস্ট করেছেন। জ্যাকুলিনের শরীরচর্চার সেই ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
শনিবার ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটি এরই মধ্যে দেখা হয়েছে সাড়ে ১৬ লাখেরও বেশিবার।
জ্যাকুলিন ফার্নান্দেজের শরীরচর্চার ভিডিও থেকে নেওয়া ছবি
ভিডিওর সঙ্গে একটি ক্যাপশনও পোস্ট করেছেন জ্যাকুলিন। তাতে তিনি লিখেছেন গত সাতদিনে তার শরীরচর্চার বৃত্তান্ত।
ইনস্টাগ্রামে জ্যাকুলিনের পোস্ট করা ভিডিওটি দেখতে ক্লিক করুন।