বিনোদনলিড নিউজ

নয়া সম্পর্কে দিশা

এবিএনএ : টাইগার শ্রফ আর দিশা পাটানি। বহুদিন ধরেই দুজনকে একসঙ্গে  দেখা যায়। ডিনার কিংবা লাঞ্চ ডেট ছাড়াও দুজনের একসঙ্গে মালদ্বীপ যাওয়ার খবরও শোনা যাচ্ছিল। এবার নাকি বিচ্ছেদ সেই জুটির! আরো শোনা যাচ্ছে, বিচ্ছেদের কারণ উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। কিছুদিন আগেই একটি ছবি ভাইরাল হয়,  যেখানে দেখা যায় দিশা ও আদিত্য ঠাকরে লাঞ্চ এ যাচ্ছেন একসাথে। এরপর থেকেই জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই দিশা ও টাইগারের মনোমালিন্য শুরু। এতদিন পর্যন্ত বহুবার ক্যামেরার সামনে নিজেদের ‘বেস্টফ্রেন্ড’ বলে দাবি করেছেন দিশা ও টাইগার শ্রফ।

Share this content:

Back to top button