
এবিএনএ: বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাট-২ আসনে বৃষ্টি উপেক্ষা করে নৌকার পক্ষে গণসংযোগ ও সমাবেশ করেছে নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময়ের পক্ষে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় সকল শ্রেণী পেশার হাজার হাজার নারী পুরুষ, জন সভায় অংশ নেয়।যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেগ এমদাদুল হক বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময়।
জনসভায় আরও বক্তব্য দেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাড. মীর শওকাত আলী বাদশা, কেন্দ্রীয় যুব লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ শফিকুল ইসলাম, সদস্য ব্যরিস্টার শেখ ফজলে নাইম, চিত্র নায়ক রিয়াজ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকতারুজ্জমান বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ মতিন, ফরিদা আক্তার বাুন লুসিসহ আরও অনেকে। নির্বাচনী প্রচার প্রচারণায় বাগেরহাটের ৪টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে আছেন।
জনসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ তন্ময় বলেন, আপনারা জানেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিবেন। আগামী ৩০ তারিখ আপনারা আমাকে দেখলে, পরে আপনাদের দেখার দায়িত্ব আমার।
Share this content: