এবিএনএ: ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ ও তার পরিবারের নিরাপত্তা আরও কঠোর করতে বাড়ানো হলো ব্রয়। হোম সিকিউরিটি, দেহরক্ষী, প্রাইভেট বিমানের খরচ সব মিলিয়ে নতুন ভাতা বরাদ্দ হলো ১০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ জাকারবার্গ পরিবারের নিরাপত্তার জন্য প্রতিদিন ব্যয় হবে বাংলাদেশি টাকায় আট কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা। গতবছর এই ব্যয় ছিল সাত দশমিক তিন মিলিয়ন মার্কিন ডলার। বৃহস্পতিবার এই ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয় ফেসবুকের পক্ষে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ফাইলিংয়ে। জাকারবার্গ ও তার পরিবারের বিরুদ্ধে বেশ কিছু হুমকি রয়েছে। তারই পরিপ্রেক্ষিতেই বাড়ানো হলো এই নিরাপত্তা। বর্তমানে মার্ক জাকারবার্গের নিরাপত্তার জন্যে রয়েছেন ১৬ জন দেহরক্ষীর একটি দল। এরা প্রত্যেকেই রোটেশনে দায়িত্ব পালন করেন জাকারবার্গের প্যালো অল্টো বাড়ির। অন্যান্য সংস্থার সিইও-দের তুলনায় মার্ক জাকারবার্গের নিরাপত্তার খরচ কয়েকগুন বেশি। ২০১৬ সালে অ্যামাজনের সিইও জেফ বেজস-এর নিরাপত্তার জন্যে খরচ হয়েছিল এক দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলার, অ্যাপেল সংস্থার টিম কুকের জন্যে বরাদ্দ হয়েছিল দুই দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার। ওয়ারেন বাফের নিরাপত্তার খরচও জুকেরবার্গের তুলনায় সামান্যই বরা চলে, মাত্র তিন দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার।