এবিএনএ : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ওপেনিং নৈশ্যভোজে ছিল গতকাল রাতে। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ সেখানে যোগ দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ও ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গান।
১ জুন ইংল্যান্ড-বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়েই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি।

অনুষ্ঠানে চারদেশের অধিনায়কই বেশ খোশ মেজাজে ছিলেন। তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। একে অপরের সঙ্গে হাসি ঠাট্টায় মেতে উঠেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির দুটো প্রস্তুতি ম্যাচেই বাংলাদেশ পাকিস্তান-ভারতের বিপক্ষে হেরেছে। তবে প্রস্তুতি ম্যাচের হার নিয়ে চিন্তিত নন দলের কোচ চন্দিকা হাতুরুসিংহে।
তাই ইংলিশদের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় মাশারফি বাহিনী।

Share this content: