বিনোদনলিড নিউজ

সোনমের চমক!

এবিএনএ : বলিউড অভিনেত্রীরা যেখানে প্রেম নিয়ে লুকোচুরি খেলেন সর্বত্র, সেখানে প্রকাশ্যে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমিকের ছবিসহ জন্মদিনের বিশেষ মুহূর্তের কথা শেয়ার করেছেন সোনম কাপুর। ছবি দেখে মনে হতে পারে, জন্মদিনটা আসলে সোনমের। কিন্তু সোনম জানান, তার নিজের জন্মদিন নয়, আনন্দ আহুজার জন্মদিন উদযাপন করতেই নিউইয়র্ক এসেছেন তিনি। সেখানেই কথিত প্রেমিক আনন্দের সঙ্গে শহরময় ঘুরে বেড়িয়েছেন তিনি। আর জন্মদিন উপলক্ষে তিনি আনন্দকে উপহার দিয়েছেন একটি দামি সাইকেল। এ সাইকেলে চড়েই ঘুরে বেড়িয়েছেন তারা। এ সময় তাদের সঙ্গে ছিলেন আরেক বন্ধু নিগেল সিলভেস্টার। তিনজনের সঙ্গে আনন্দের জন্মদিনের ছবি শেয়ার করে তিনি ইন্সটাগ্রামে লিখেছেন, ‘বার্থ ডে বয় উইথ হিজ নিউ বাইক’।

Share this content:

Back to top button