জাতীয়বাংলাদেশলিড নিউজ

৪ গুণ দামে ভূমি অধিগ্রহণ আইন অনুমোদন

এবিএনএ : জনস্বার্থে ধর্মীয় উপাসনালয়ের ভূমি অধিগ্রহণের ক্ষমতা রেখে ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন ২০১৭’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (০৩ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, অধিগ্রহণের জন্য ক্ষতিপূরণের জন্য ৬০ দিনের স্থলে ১২০ দিনের মধ্যে দেওয়ার বিধান রাখা হয়েছে। ভূমি অধিগ্রহণের জন্য ক্ষতিপূরণের পরিমাণ ক্ষেত্র বিশেষে বেসরকারি ক্ষেত্রে ৪ গুণ ও সরকারি ক্ষেত্রে ৩ গুণ বাড়ানো হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

বৈঠকে ‘জাতীয় চলচ্চিত্র নীতিমালা ২০১৭’ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা-খুলনা-কলকাতা রুটে যাত্রী পরিবহনের জন্য একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন এসেছে।

Share this content:

Back to top button