জাতীয়বাংলাদেশলিড নিউজ

গুলিস্তানে হকার-ব্যবসায়ী সংঘর্ষ, তীব্র যানজট

এ বি এন এ : রাজধানীর গুলিস্তানে ফুটপাতের হকারদের সঙ্গে বিপণি বিতানের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। হকারদের উচ্ছেদ করে যান চলাচলের উপযোগী করা ফুটপাত বৃহস্পতিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের পরিদর্শনের পরপরই এই সংঘর্ষ বাঁধে।
জানা গেছে, বেলা দুইটায় মেয়র চলে যাওয়ার পরপরই ঢাকা ট্রেড সেন্টারের দোকান মালিক ও ফ্লাইভারের নিচে ফুটপাতে বসা হকারদের মধ্যে মারামারি শুরু হয়।
সংঘর্ষের কারণে বায়তুল মোকাররম থেকে গুলিস্তান, নবাবপুর এবং ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড সংলগ্ন সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। গুলিস্তানে আসাদ পুলিশ বক্স থেকে গাজীপুর ও নরসিংদীগামী বাসও চলছে না। এর ফলে রোজার মধ্যে ইফতারের আগে ঘরমুখো মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঢাকা ট্রেড সেন্টারের ব্যবসায়ী সোহেল রানা বলেন, ‘মার্কেট কমিটির লোকজন ফুটপাতের দোকানদারদের চলে যেতে বলে। কিন্তু তারা না গিয়ে কমিটির লোকদের মারধর শুরু করে। তখন ব্যবসায়ীরা জোট বেঁধে হকারদের উপর চড়াও হয়।’

Share this content:

Related Articles

Back to top button