এবিএনএ: বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। তেলেগু ভাষার সিনেমাতেও অভিনয় করেন তিনি। বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত এ অভিনেত্রী।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলা হয়, লাভ আজ কাল সিনেমার সিক্যুয়েল নির্মাণ করছেন পরিচালক ইমতিয়াজ আলী। এতে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে এ অভিনেত্রীকে। তবে এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন কিয়ারা।
এ প্রসঙ্গে মাইক্রোব্লগিং সাইট টুইটারে কিয়ারা লিখেছেন, ‘একটি প্রথম সারির পত্রিকা দাবি করেছে, আমি ইমতিয়াজ স্যারের পরের সিনেমায় অভিনয় করছি। যদিও এই খবরটি সত্যি হলে আমি খুশি হতাম কিন্তু আমি আপনাদের জানাতে চাই, এটি মিথ্যা। সিনেমাটির জন্য আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি।’
জানা গেছে, ইমতিয়াজ আলী সিনেমাটির গল্প লাভ আজ কাল থেকে একটু ভিন্নভাবে তৈরি করতে চাইছেন। এখনো চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তিনি। একটি সূত্রের দেয়া তথ্যমতে, সিনেমাটিতে কার্তিক আরিয়ানের বিপরীতে একজন নতুন অভিনেত্রী নিতে চাইছেন নির্মাতা। নায়িকা চরিত্রে সারা আলী খানের নামও মাথায় রেখেছেন ইমতিয়াজ।